Header Ads

Header ADS

আসামি এনআরসি বিরোধীদের তোপের মুখে- অমিত সাহা বিজেপি নেতা।

 নাসির নামে বাংলা থেকে বাঙ্গালীদের তাড়ানো অভিযোগে আসামে অমিত সাহা জনগণের আসলো করলেন।

কথিত এনআরসির মাধ্যমে বাঙ্গালীদের কি বাংলা থেকে তাড়ানোর জন্য বিজেপি যে সমস্ত কৌশল অবলম্বন করেছিল তার মাঝে অন্যতম ছিল এনআরসি। এনআরসি মাধ্যমে তারা চেয়েছিল ভারত থেকে ভারত থেকে বাঙালিদেরকে বিতাড়িত করতে । এমনটাই অভিযোগ করেছেন সেখানকার অধিবাসীরা। তাই গত দুদিন আগে আসামে রাজনৈতিক উদ্দেশ্যে গেলে সেখানে জনগণের তোপের মুখে পড়েন।

 আমরা এই ভিডিওতে দেখতে পাই অমিত সাহার সাথে যে সমস্ত নেতা-কর্মীরা ছিল তারা প্রত্যেকেই জনগণ দ্বারা যথেষ্ট লাঞ্চিত হয়েছেন। যদিও কোন জনগণ অমিত শাহর উপর আক্রমণ করেনি। কেবল আক্রমণ করেছিল নেতাকর্মীদেরকে। অমিত সাহা কে তার কয়েকজন সহযোগী গার্ড দিয়ে তাকে সেখান থেকে নিয়ে যাইতে দেখি আমরা।



কোন মন্তব্য নেই

করোনা ভাইরাস প্রাকৃতিক বিপর্যয়? না মানুষের সৃষ্ট? এ সম্পর্কে আমার নিজস্ব মন্তব্য।||| 2য় পার্ট|||

করোনা ভাইরাস প্রাকৃতিক বিপর্যয়? না মানুষের সৃষ্ট? এ সম্পর্কে আমার নিজস্ব মন্তব্য।||| 2য় পার্ট||| আমরা করোনাভাইরাস উৎপত্তি সম্পর্কে ধারাবাহি...

Blogger দ্বারা পরিচালিত.