নতুন করে ইতিহাস রচনা করতে চাই হিন্দু সংহতি। এখন ইতিহাস রচনা করতে চাই তারা?
নতুন করে ইতিহাস রচনা করতে চাই হিন্দু সংহতি । তারা এখনই করতে চাই? পশ্চিমবঙ্গে যে সমস্ত হিন্দু সংগঠন, হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর জন্য সচেষ্ট। তারমধ্যে হিন্দু সংহতি অন্যতম একটি নাম।
হিন্দু সংহতি চাই, হিন্দুত্ববাদ কি পুনর্জাগরণ করতে। হিন্দুত্ববাদ হল সেই জিনিস যা হিন্দু স্থানে হিন্দুদের অধিকারকে স্বীকৃতি দেয় অন্য কারো অধিকার কেন হয়। সকল হিন্দুকে মর্যাদার সাথে বসবাসের অধিকার দেয়, এটা বললে ভুল হবে। বরং তারা বিশ্বাস করে সনাতন ধর্মে তাদের শ্রেণীবিন্যাস ব্যক্তি যাকে যেই মর্যাদা দান করেছি সে মর্যাদার আলোকেই মর্যাদা হওয়াটাই তারা বিশ্বাস করে। আজকে আমরা এ বিষয়ে বিশ্লেষণ না করি শুধুমাত্র তাদের হিন্দুত্ববাদ জাগরণের জন্য যে সমস্ত ভিডিও তারা তৈরি করে তার ডকুমেন্ট হিসেবে রেখে দিলাম এবং তা আপনাদের সামনে পেশ করছি।
কোন মন্তব্য নেই