Header Ads

Header ADS

করোনা ভাইরাস এর গঠন কেমন

করোনা ভাইরাস এর গঠন কেমন?

করোনা ভাইরাস নিয়ে আলোচনা করতে গেলে আমাদের মনে কিছু প্রশ্ন আসে,  করোনা ভাইরাস কোন প্রকৃতির ভাইরাস, কি তার গঠন, কিভাবে তা কাজ করে। আজকে আমরা করোনা ভাইরাসের গঠন কেমন তা নিয়ে সামান্য ধারণা দেওয়ার টেষ্টা করব।

ভারতে প্রথম করো না ধরা পড়ে 30 জানুয়ারি। চীন থেকে আসা 3 জন ছাত্রের মধ্যে একজনের covid-19 ধরা পড়ে। জানা যায় তারা তিনজনই ওয়ান এর মেডিসিন নিয়ে পড়াশোনা করছিল। তাদের শরীরে covid-19 ভাইরাসটি ধরা পড়েছিল তা ওহানের ধরা পড়া করোনা বা covid-19 সাথী 99.98% মিল ছিল। এটাই ছিল ভারতের প্রথম করোনা নিয়ে গবেষণা।



ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ জার্নালে প্রকাশিত ওই আর্টিকেলের নাম ‘Transmission electron microscopy imaging of SARS-CoV-2’। লিখেছেন ICMR-NIV ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্ট্রাল টিম। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির ডেপুটি ডিরেক্টর এবং মাইক্রেস্কোপি ও প্যাথলজি বিভাগের প্রধান অতনু বসুও এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের লেখা অনুযায়ী, এই ভাইরাসের একটি কণা ভালভাবে সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে গবেষণা করতে সেটি সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি।


গবেষণা অনুযায়ী মানবদেহে বর্তমানে যে করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়ছে, যাকে প্রাথমিকভাবে ইউহান করোনা ভাইরাস (CoV) নাম দেওয়া হয়েছে, তার চরিত্র অনেকটা SARS-CoV-2এর মতো। ইন্টারন্যাশনাল কমিটি অন ট্যাক্সোনমি অফ ভাইরাসের (ICTV) তাই মত। বিজ্ঞানীদের মতে, এই ভাইরাস আসলে নিউমোনিয়ারই ধরন। যদিও আরও গবেষণার পরই এ কথা জোর দিয়ে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন তাঁরা। সেক্ষেত্রে সংরক্ষিত ভাইরাসটিই দিশা দেখাবে বিজ্ঞানীদের।


ডাঃ মুহাম্মদ নূরুল ইসলাম। চেয়ারম্যান, রিউমাটোলজি বিভাগ, 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়', চেয়ারম্যান, রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। তিনি সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেনঃ 


করোনা ভাইরাস বা যেকোনো ভাইরাস একটি জীবাণু। কোনো জীব নয়। এটি একটি প্রোটিন কণা যার উপরে ফ্যাট বা চর্বির একটি প্রলেপ থাকে। যখনই চর্বির প্রলেপযুক্ত প্রোটিন কণা চোখ, নাক ও মুখের সংস্পর্শে আসে ও শরীরের কোষগুলোর মধ্যে ঢুকে পড়ে তখন আমাদের শরীরের কোষগুলোর জিনগত সংকেতের (জেনেটিক কোড) পরিবর্তন আনার কারণে শরীরের ওই কোষগুলো ভাইরাস তৈরির কোষে পরিণত হয়।

এদের বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় অনেক অনেক বেশি। ফলে হাজার, লক্ষ ভাইরাস অতি অল্প সময়ে তৈরি হয়। জিনগত সংকেতের পরিবর্তনের ফলে এই কোষগুলো করোনা ভাইরাস সম্পৃক্ত বিভিন্ন উপাদান অনেক পরিমাণে পুরো শরীরে ছড়িয়ে দেয় এবং রোগের জন্ম দেয়। 

সূত্রঃ (সূত্র: জনস হফকিন্স ইউনিভার্সিটি)।

গত 30 জানুয়ারি ভারতে চীন পেরতে সেই ছাত্রীর পরীর থেকে করোনা ছবি দেখে ডাক্তাররা করোনা ও সার্সের মধ্যে রয়েছে কঠিন মিল। এই সম্পর্কে 'মানব জমিনের' প্রতিবাদনে যা বলা হয়েছে তা হুবহু তুলে ধরা হল। {প্রকাশিত ২৮ মার্চ ২০২০}
সেই ছবি দেখেই বিশেষজ্ঞরা বলছেন, ২০০২ সালে ছড়িয়ে পড়া সিভিয়র অ্যাকিউট রেস্পিরেটরি সিন্ড্রোমের (Sars-CoV) ভাইরাসের সঙ্গে করোনাভাইরাসের ব্যাপক মিল রয়েছে। চিনের উহান ফেরত কেরলের ওই ছাত্রীর নমুনা থেকে পাওয়া করোনাভাইরাসের ছবি দেখেই বিশেষজ্ঞরা এই বিষয় নিশ্চিত হন।

সুতরাং আমরা উক্ত আলোচনা থেকে এটুকু বুঝতে সক্ষম, করোনা ভাইরাস মূলত এক ধরনের প্রোটিন সমৃদ্ধ কণা যা মানুষের ত্বকে লাগাতে তা তোকে ভিতরে প্রবেশ করে মস্তিষ্কে বাসা বাঁধে।





এ সম্পর্কে আরও জানতে নিচের লিঙ্ক থেকে পড়ুন!


করোনা ভাইরাস পরিচিতি, সংক্রমণ, প্রাথমিক লক্ষণ, উৎপত্তি,জৈব রাসায়নিক অস্ত্র, দ্যা এজ অফ ডার্কনেস উপন্যাস,সাবেক ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট, সর্বশেষে আমার বিশ্লেষণ।  ]

করোনা ভাইরাস সম্পর্কে দা এইজ অফ ডার্কনেস উপন্যাসে যা বলা হয়েছে। ]

[ করোনা ভাইরাস মানুষের মাঝে কিভাবে এলো? ]

করোনা ভাইরাসে প্রথম আক্রান্ত মানুষ কে? ]

[ করানো ভাইরাসের প্রাথমিক লক্ষণ ও বাচার উপায়। ]

[ সাত বছর আগে করোনা ভাইরাস আসছে বলে মানুষদেরকে হুঁশিয়ারি করেছিলেন এক ব্যক্তি। ]


















কোন মন্তব্য নেই

করোনা ভাইরাস প্রাকৃতিক বিপর্যয়? না মানুষের সৃষ্ট? এ সম্পর্কে আমার নিজস্ব মন্তব্য।||| 2য় পার্ট|||

করোনা ভাইরাস প্রাকৃতিক বিপর্যয়? না মানুষের সৃষ্ট? এ সম্পর্কে আমার নিজস্ব মন্তব্য।||| 2য় পার্ট||| আমরা করোনাভাইরাস উৎপত্তি সম্পর্কে ধারাবাহি...

Blogger দ্বারা পরিচালিত.