Header Ads

Header ADS

করোনা ভাইরাস কিভাবে মানুষের মাঝে এলো?

এই ভাইরাস কিভাবে মানুষের মাঝে এলো, তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ভাবে বলা যাচ্ছে না যে এই ভাইরাস কিভাবে মানুষের মাঝে সংক্রমিত হল। তবে ব্যাপকভাবে প্রচার এবং প্রসার দেখা যাচ্ছে যে যেখানে বলা হচ্ছে, কোন প্রাণীর দেহ থেকে এই ভাইরাসের সূত্রপাত। কারণ চীনারা সাপ, কুচ্ছা, ব্যাঙ, কুমির, বাদুড় তিমিসহ হিংস্র বন্য প্রাণির মাংস ভক্ষণ করে থাকে। তাই তারা ব্যাপকভাবে প্রচার করছে এসমস্ত থেকে এই ভাইরাসের সূত্রপাত। এ প্রসঙ্গে বিবিসি বলেঃ





' ভাইরাসটি ছড়িয়েছে কোন প্রাণী থেকে '- ( বিবিসি )


মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচনা। ৩১শে ডিসেম্বর এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এর পর ১১ই জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়।



ঠিক কীভাবে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়েছিল তা এখনও নির্ভুলভাবে চিহ্নিত করতে পারেন নি বিশেষজ্ঞরা।
তবে তারা বলছেন, সম্ভবত কোন প্রাণী এর উৎস ছিল। প্রাণী থেকেই প্রথমে ভাইরাসটি কোন মানুষের দেহে ঢুকেছে, এবং তারপর মানুষ থেকে মানুষে ছড়িয়েছে।
সার্স ভাইরাস প্রথমে বাদুড় এবং পরে গন্ধগোকুল থেকে মানুষের দেহে ঢোকে। মার্স ভাইরাস ছড়ায় উট থেকে।
এর সাথে উহান শহরে সামুদ্রিক খাবারের একটি বাজারে গিয়েছিল এমন লোকদের সম্পর্ক আছে বলে বলা হচ্ছে।
ওই বাজারটিতে অবৈধভাবে বন্যপ্রাণী বেচাকেনা হতো
কিছু সামুদ্রিক প্রাণী যেমন বেলুগা জাতীয় তিমি করোনাভাইরাস বহন করতে পারে। তবে উহানের ওই বাজারে জ্যান্ত মুরগি, বাদুড়, খরগোশ, এবং সাপ বিক্রি হতো।
হয়তো এগুলোর কোন একটি থেকে এই নতুন ভাইরাস এসে থাকতে পারে।
(বিবিসি-23/01/2020)
এ ব্যাপারে ইউনিসেফ নীরব থেকেছে, তারা ভাইরাসটি উৎপত্তি সম্পর্কে কোন মন্তব্য না করে অনলাইন মিডিয়া গুলোর উপরে ছেড়ে দিয়েছেন। তারা শুধু এইটুকু বলেছেন 
"এ ব্যাপারে অনলাইনে ব্যাপক তথ্য আছে"

ইউনিসেফের স্ক্রীনশট👇👇👇 




ইউনিসেফ জানে যে, সত্য একদিন না একদিন বেরিয়ে আসবে।


আমরা দেখতে পাচ্ছি প্রায় সকল মিডিয়া আমাকে তো বলছে করোনা ভাইরাস মানুষের মধ্যে এসেছে বন্যপ্রাণী অথবা সামুদ্রিক মাছ থেকে। কিন্তু এখন পর্যন্ত কোন সুনির্দিষ্ট প্রমাণ তারা  পেশ করতে পারেন নি। আসলে কি তারা তা পারছেন না নাকি এর পিছনে অন্য কোন কিছু লুকায়িত আছে। জনমনে নানা প্রশ্নের দানা বাঁধছে। আমি চেষ্টা করব প্রাপ্ত তথ্যের আলোকে এর একটা সমাধান টানতে। জানিনা এটা আমি কতটুকু সফল হতে পারি।



আরো পড়ুন! 👇👇👇

{ করোনা ভাইরাস পরিচিতি, সংক্রমণ, প্রাথমিক লক্ষণ, উৎপত্তি,জৈব রাসায়নিক অস্ত্র, দ্যা এজ অফ ডার্কনেস উপন্যাস,সাবেক ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট, সর্বশেষে আমার বিশ্লেষণ। }

{ করোনা ভাইরাস সম্পর্কে দা এইজ অফ ডার্কনেস উপন্যাসে যা বলা হয়েছে। }

{ করোনা ভাইরাসের গঠন কেমন। }

কোন মন্তব্য নেই

করোনা ভাইরাস প্রাকৃতিক বিপর্যয়? না মানুষের সৃষ্ট? এ সম্পর্কে আমার নিজস্ব মন্তব্য।||| 2য় পার্ট|||

করোনা ভাইরাস প্রাকৃতিক বিপর্যয়? না মানুষের সৃষ্ট? এ সম্পর্কে আমার নিজস্ব মন্তব্য।||| 2য় পার্ট||| আমরা করোনাভাইরাস উৎপত্তি সম্পর্কে ধারাবাহি...

Blogger দ্বারা পরিচালিত.