আগামী বসন্তে চীনে নতুন কোন ভাইরাস দেখা দেবে কিনা এব্যাপারে অনিশ্চিৎ ড. জুং নানশান। ( শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ)
আগামী বসন্তে চীনে নতুন কোন ভাইরাস দেখা দেবে কিনা এব্যাপারে অনিশ্চিৎ ড. জুং নানশান। ( শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ)
আগামী বসন্তে নতুন কোন রোগ চীনে দেখা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. জুং নানশান নীরব থেকেছেন। গত কয়েকদিন আগে তিনি চীনের এক টেলিভিশন সাক্ষাতকারে বলেন, আগামী এপ্রিল মাস নাগাদ এ করোনাভাইরাস থাকবে। এপ্রিলের পরে এখন আবার জনগণের নিয়ন্ত্রণে চলে আসবে। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন আগামী বসন্তে নতুন কোন ভাইরাস সরাতে পারে কিনা এর জবাবে তিনি নীরব থেকেছেন।
ড. জুং নানশান চীনের একজন স্বনামধন্য ডাক্তার। তিনি শ্বাসনালীর রোগ বিশেষজ্ঞ তিনি করোনাভাইরাস প্রতিরোধে ব্যাপক কাজ করেছেন এ ব্যাপারে তার এবং তার টিমের অবদান স্বরনীয়।
ড. জুং নানশান এর নীরব থাকা এবং প্রশ্নকারী এর প্রশ্নের মাঝে একটা বার্তা আমাদেরকে দিয়ে যায়। সম্ভবত প্রশ্নকারী জানতেন এই ভাইরাসের পিছনে চীনাদের কোন হাত রয়েছে। অন্যদিকে ড. জুং নানশান বিষয়টাকে নীরব থেকে সমর্থন দিয়েছেন। কারণ তিনি বলতে পারছেন না সেটা সম্ভবত শাসকদের ইচ্ছা দিন।
যদি তা না হয়, তাহলে এমন প্রশ্ন আসবে কেন? যে আগামী বসন্তে নতুন কোন ভাইরাস সৃষ্টি হবে কিনা। এমন প্রশ্নের মাঝে আমাদেরকে একটা বার্তা দেয়, করোনাভাইরাস এর সৃষ্টির পিছনে সরকারের হাত রয়েছে।
কোন মন্তব্য নেই